ভারতের ছত্তিশগড়ে ভারতীয় বাহিনীর অভিযানে ১২ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে ভারতীয় বাহিনীর অভিযানে ১২ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। দেশটির যৌথ বাহিনীর সঙ্গে এক টানা লড়াইয়ে এই মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ছত্তিশগড় রাজ্যের পুলিশ কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, মাওবাদীর সঙ্গে এখনো থেমে থেমে বন্দুক যুদ্ধ চলছে এবং  তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। 
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার জঙ্গলে এই অভিযান চালানো হয়। সকাল প্রায় ৯টা থেকে যৌথ বাহিনী মাওবাদীদের সন্ধানে অভিযান চালায় নিরাপত্তা কর্মীরা। দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত।

এতে ১২ জন মাওবাদী নিহত হন।

 
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন,  প্রাথমিক তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধে ১২ জন নকশালবাদী নিহত হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর ২ সদস্য গুরুতর জখম হয়েছিলেন। এরপর এলাকায় অভিযান জোরদার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি টুয়েলভ-বোর রাইফেল, দুটি সিঙ্গেল শট রাইফেল, একটি বিএজিএল লাঞ্চার, একটি দেশি ভার্মার বন্দুক। এ ছাড়া বিস্ফোরক, মাওবাদী প্রচারপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। চলতি মাসে রাজ্যে পৃথক সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে।

বৃহস্পতিবারের অভিযানে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের (জঙ্গল যুদ্ধ ইউনিট)-এর পাঁচ ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়নের সেনারা অংশ নিয়েছিলেন।

গত ১২ জানুয়ারি বিজাপুর জেলার ম্যাডেড থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন মাওবাদী নিহত হন।

গত বছর, ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ২১৯ জন মাওবাদী নিহত হন।

লস অ্যাঞ্জেলেসে বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে পরবর্তী

লস অ্যাঞ্জেলেসে বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে

কমেন্ট