ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ করাও ভালো হবে বলে মনে করেন তিনি। 

ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করলেন পুতিন। খবর দ্য গার্ডিয়ানের। 

রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক সাংবাদিককে পুতিন বলেছেন, ‘আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একসঙ্গে কাজ করার মন্তব্যে বিশ্বাস করি। আমরা সর্বদা এর জন্য উন্মুক্ত এবং আলোচনার জন্য প্রস্তুত।’

পুতিন আর বলেন, ‘আজকের বাস্তবতার উপর ভিত্তি করে, শান্তভাবে কথা বলা আমাদের জন্য ভালো হবে।’

পুতিন ট্রাম্পের সাথে তার সম্পর্ককে ‘ব্যবসায়িক, বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনা করা জটিল ছিল কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনা না করার একটি ডিক্রি স্বাক্ষর করেছিলেন।’

পুতিন আরও বলেন, ‘ট্রাম্প ক্ষমতায় থাকলে ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়া রোধ করতে পারতেন।’

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোচনা করতে প্রস্তুত। 

ট্রাম্প আরও বলেন, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে। সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার পরবর্তী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার

কমেন্ট