রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
হুথিদের হাতে আটক মানবাধিকারকর্মীদের মুক্তির আহ্বান জাতিসংঘের
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক সব মানবাধিকার কর্মীর ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আরব নিউজের।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত বছরের মাঝামাঝি থেকে জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কয়েক ডজন কর্মীকে আটক করে রেখেছে। এর মধ্যে গত বছরের জুন মাস থেকে আটক করা জাতিসংঘের ১৩ জন কর্মীও রয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘তাদের অব্যাহত নির্বিচার আটক অগ্রহণযোগ্য। ’
গুতেরেস বলেন, ‘জাতিসংঘের কর্মী এবং এর অংশীদারদের লক্ষ্যবস্তু করা ইয়েমেনের লাখো অভাবী মানুষকে সহায়তা করার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ’
তিনি আরও বলেন, ‘নির্বিচারে আটক ব্যক্তিদের নিরাপদ এবং তাৎক্ষণিক মুক্তি নিশ্চিত করার জন্য জাতিসংঘ সম্ভাব্য সকল উপায়ে কাজ চালিয়ে যাবে। ’
জাতিসংঘের মতে, এক দশকের যুদ্ধের পর ইয়েমেন মানবিক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত। দেশটির ১৮ মিলিয়নেরও বেশি মানুষের সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন।
ক্ষমতায় আসার পর বুধবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন। ট্রাম্পের এই আদেশের পর মার্কিন তহবিল গ্রহণ করা ইয়েমেনে কর্মরত জাতিসংঘসহ অন্যান্য এনজিওগুলো পর্যালোচনা করা হবে।
কমেন্ট