ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস, উঠতে হবে টিকিট কেটে
ডিআর কঙ্গোর কারাগারে শতাধিক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা
ডিআর কঙ্গোর গোমা শহরে জেল ভাঙার সময় ১০০ জনেরও বেশি নারী বন্দিকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। গত সোমবার এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা শহর দখল শুরু করার পর শত শত বন্দি মুনজেনজে কারাগার থেকে পালিয়ে যায়।
বিবিসির দেখা জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, জেল ভাঙার সময় ১৬৫ থেকে ১৬৭ জন নারী বন্দি পুরুষ বন্দিদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে বন্দিদের আগুন ধরিয়ে দেওয়ার পর বেশির ভাগ নারীকে হত্যা করা হয়েছে। তবে বিবিসি এই প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে জানিয়েছেন, ঘটনার সময় কারাগার থেকে প্রায় চার হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও, নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘কারাগারে থাকা শত শত নারীকে ধর্ষণ করা হয়, এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়।
’
রুয়ান্ডা সমর্থিত এম২৩ পূর্ব ডিআর কঙ্গোর মধ্য দিয়ে দ্রুত অগ্রসর হওয়ার পর ১০ লাখের বেশি জনসংখ্যার একটি প্রধান শহর গোমা দখল করা হয়েছিল। শহরটিতে শুরু হয় বিশৃঙ্খলা, রাস্তায় মৃতদেহ পড়ে ছিল এবং আবাসিক বাড়িগুলোর ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছিল বলে জানা গেছে।
গত সপ্তাহের জেল ভাঙার ফুটেজে দেখা গেছে, লোকেরা ভবন থেকে পালিয়ে যাচ্ছে। প্রচণ্ড গুলির শব্দও শোনা যাচ্ছে এবং ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
কমেন্ট