চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
গাজা বর্তমানে ‘বাসযোগ্য নয়, গাজা পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজা বর্তমানে ‘বাসযোগ্য নয়’। এলাকাটি পুনর্নির্মাণের সময় মানুষকে অন্য কোথাও বসবাস করতে হবে।
ডোমিনিকান প্রজাতন্ত্র সফরকালে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভির।
এ সময় রুবিও গাজা পুনর্নির্মাণে সহায়তার জন্য অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার দায়িত্ব গ্রহণ এবং উন্নয়নের প্রস্তাবের অধীনে ফিলিস্তিনিরা এই অঞ্চলে ফিরে যেতে পারবে কিনা তা তিনি বলেননি।
রুবিও বলেন, ‘আমি মনে করি এটি কেবল একটি বাস্তবতা যে এই ধরনের জায়গা ঠিক করার জন্য অন্তর্বর্তীকালীন সময়ে মানুষকে অন্য কোথাও বসবাস করতে হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।
তবে তিনি স্পষ্ট করেননি, এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, ‘আমি নাটকীয় কিছু বলতে চাই না, মজার কিছু বলতেও চাই না।’ এরপর তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন, ‘এটি একেবারে অপূর্ব হতে পারে।’
গাজায় ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
কমেন্ট