আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, নিহত ১০

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, নিহত ১০

আলাস্কায় নিখোঁজ হওয়ার উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটিতে থাকা পাইলটসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অফিসের প্রধান ক্লিন্ট জনসন প্রেস কনফারেন্সে নিশ্চিত করেন উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন। তিনি বলেন, উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং ১০ জনের প্রাণহানির ঘটনা নিশ্চিত হয়েছে। এখন আমাদের ‍উদ্ধার কাজ শুরু করার সময়। তবে তীব্র ঠান্ডা আবহাওয়ায় উদ্ধার কাজকে বাধাগ্রস্ত করেছে।


কোস্ট গার্ড জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেরিং সাগরের উপকূলীয় শহর নোমের দক্ষিণ-পূর্বে ৩৪ মাইল দূরে বরফের ওপর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটির ভেতরে আরও সাতজনের মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহওয়ায় উড়োজাহাজটির ভেতরে এখনই উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উড়োজাহাজ নিখোঁজ হয়। এ সময় উড়োজাহাজটিতে ৯ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। তবে যাত্রী ও পাইলটের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নোম স্বেচ্ছাসেবক ফায়ার ডিপার্টমেন্ট বলছে, সব পরিবারের সদস্যদের জানানো হয়েছে।


উড়োজাহাজ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলাস্কার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশে যাত্রা করে। দুটি শহরের মধ্যবর্তী দূরত্ব প্রায় ১৪৬ মাইল (২৩৫ কিলোমিটার)। উড়োজহাজটি উড্ডয়নের পরেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ উড়োজাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক আকাশ দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা। 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা পরবর্তী

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা

কমেন্ট