ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ, ‘টেকসই’ সমাধানের কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

 ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ, ‘টেকসই’ সমাধানের কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধের একটি ‘ন্যায়সঙ্গত’ এবং ‘টেকসই’ সমাধানের জন্য কাজ করছে, তবে শান্তি অর্জনের জন্য মস্কো এবং কিয়েভ উভয়কেই কিছু ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সৌদি আরবে এক বৈঠকের পর রুবিও সাংবাদিকদের এ কথা বলেন। ওই বৈঠকে রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার সহকারীদের সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন। এটি ছিল রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রথম প্রচেষ্টা।  

রুবিও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এই যুদ্ধ এমনভাবে শেষ করা যা ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী, টেকসই এবং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই লড়াইয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকসহ হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

তবে এই আলোচনায় কোনো ইউক্রেনীয় বা ইউরোপীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন না।  

জেলেনস্কির আপত্তি, ট্রাম্পের সমালোচনা  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় কড়া আপত্তি জানিয়েছেন। তবে ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ শেষ করার ‘ভালো সম্ভাবনা’ দেখছেন। তবে জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্র-রাশিয়ার চাপিয়ে দেওয়া কোনো সমঝোতায় সম্মত হবে না।  

শান্তি আলোচনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের ইতিবাচক সুর  

জেলেনস্কি এই সপ্তাহে নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করেছেন।  ধারণা করা হচ্ছে, তিনি এই আলোচনার সঙ্গে তার সফরকে সংযুক্ত করতে চাননি।  তবে তিনি বুধবার ইউক্রেনবিষয়ক মার্কিন দূত কিথ কেলোগের সঙ্গে বৈঠক করবেন।  

সৌদি আরবে আলোচনার বিষয়ে রুবিও বলেন, তিনি নিশ্চিত যে রাশিয়া এই যুদ্ধের অবসানের জন্য ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ অংশ নিতে আগ্রহী।  রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। 

তিনি বলেন, ‘আমরা শুধু একে অপরের কথা শুনিনি, বরং একে অপরকে বুঝেছি। আমার মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র আমাদের অবস্থান ভালোভাবে বুঝতে শুরু করেছে।’

 ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ : নেতানিয়াহু পরবর্তী

ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ : নেতানিয়াহু

কমেন্ট