নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকাতদের গুলিতে নিহত ১৬

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকাতদের গুলিতে নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘সশস্ত্র ডাকাতদের’ দুটি হামলায় ১৬ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় রেডিওর বরাত দিয়ে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।  

রাষ্ট্রীয় রেডিও বুধবার জানায়, ২২-২৩ ফেব্রুয়ারির রাতে বন্দুকধারীরা দিয়ুনদিউ এলাকার একটি গ্রামের মানুষদের জড়ো করে গুলি চালায়, এতে ১৪ জন নিহত হয়। এর দুই রাত পর পাশের একটি শহরে আরো দুজনকে হত্যা করা হয়।

 
এএফপি বলেছে, অপরাধীদের পরিচয় নিশ্চিত করা না গেলেও সাম্প্রতিক মাসগুলোতে সাহেল অঞ্চলে ঘটে যাওয়া জিহাদিদের হামলার সঙ্গে এ ঘটনাগুলো মিল রয়েছে।

এ ছাড়া নাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরিয়া ও বেনিন সীমান্তবর্তী দিয়ুনদিউ এলাকার আশপাশের অঞ্চল জিহাদি গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই অঞ্চল দিয়েই দুই হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইন গিয়েছে, যা দিয়ে নাইজারের তেল বেনিনে পরিবহন করা হয়।

 

গাজায়  যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় যে ৪ শর্ত দিল ইসরাইল পরবর্তী

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় যে ৪ শর্ত দিল ইসরাইল

কমেন্ট