ইউএসএআইডির বরখাস্ত বা ছুটিতে পাঠিয়ে কর্মীদের কর্মক্ষেত্র খালি করার জন্য দেওয়া হবে ১৫ মিনিট

 ইউএসএআইডির বরখাস্ত বা ছুটিতে পাঠিয়ে কর্মীদের কর্মক্ষেত্র খালি করার জন্য দেওয়া হবে ১৫ মিনিট

ট্রাম্প প্রশাসন হাজার হাজার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি)কর্মীকে বরখাস্ত বা ছুটিতে পাঠিয়েছে। এবার তাদের কর্মক্ষেত্র খালি করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন সংক্ষিপ্ত সময় বেধে দেওয়া হয়েছে। 

ইউএসএআইডি সোমবার বিশ্বজুড়ে কর্মরত ৪ হাজার ০৮০ জন কর্মীকে ছুটিতে পাঠিয়েছে। এ ছাড়া আরো ১ হাজার ৬০০ কর্মচারী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একটি ইমেলের জবাবে এই তথ্য জানিয়েছেন।
৫ হাজার ৬০০ জনেরও বেশি ইউএসএআইডি কর্মীদের মধ্যে কতজনকে বরখাস্ত করা হয়েছে বা ছুটিতে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। সংস্থার ওয়েবসাইটে একটি নোটিশে বলা হয়েছে, অন্যান্য অবস্থানের কর্মীরা পরবর্তী সময়ে তাদের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কর্মীদের জন্য একটি নির্দেশাবলী উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, কীভাবে নিরাপত্তারক্ষীদের তল্লাশির পর তারা তাদের পূর্ববর্তী কর্মস্থানে প্রবেশ করতে পারবেন। যাদের বরখাস্ত করা হয়েছে তাদের অবশ্যই ইউএসএআইডি-এর দেওয়া সকল সম্পদ জমা দিতে হবে। প্রশাসনিক ছুটিতে থাকা কর্মীদের বলা হয়েছিল, ‘যতক্ষণ না তারা সংস্থা থেকে আলাদা হচ্ছেন ততক্ষণ নয়।’
অনেক ইউএসএআইডি কর্মী তাদের জিনিসপত্র নেওয়ার জন্য জন্য প্রশাসনের শর্তাবলীকে অপমানজনক বলে মনে করেছেন।

নোটিশে, কর্মীদের তাদের পূর্ববর্তী কর্মক্ষেত্রে বন্দুক এবং হ্যান্ড গ্রেনেডসহ অস্ত্র না আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রতিটি কর্মীকে তাদের পূর্ববর্তী কর্মক্ষেত্রে কাজ সারার জন্য মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে।
এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের ফেডারেল সরকারের ব্যয় কমানোর প্রচারণার একটি অংশ। ইউএসএআইডির পদক্ষেপের ফলে তার কর্মীদের মাত্র একটি অংশই কর্মক্ষেত্রে রয়ে গেছে। 

ট্রাম্প এবং মাস্ক বিদেশি সাহায্য সংস্থাটি বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

ট্রাম্প ইউএসআইডি-এর কর্মসূচিগুলোকে প্রমাণ ছাড়াই দাবি করেছেন, তাদের কাজ অপচয়মূলক। 
এই মাসের শুরুতে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউএসএআইডি বাতিল, স্থানান্তর বা একীভূত করার জন্য’ কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কিন্তু হাউস এবং সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠরা প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি।

তহবিলের জন্য কার্যত কিছুই অবশিষ্ট নেই। প্রশাসন এখন বলছে, তারা বিশ্বজুড়ে ইউএসএআইডির ৯০ শতাংশেরও বেশি বৈদেশিক সহায়তা চুক্তি এবং ৬০ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বাতিল করছে। ইউএসএআইডির বন্ধ সাময়িকভাবে বন্ধ করার জন্য আদালতের চ্যালেঞ্জগুলোও ব্যর্থ হয়েছে।

ইউএসএআইডি এবং স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বিদেশী সহায়তা বন্ধ করার বিষয়ে অলাভজনক সংস্থাগুলোর দায়ের করা মামলার ফলে আদালতের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে তা ব্যর্থ হয়। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে অর্থ জব্দ করেন এবং বলেন, তার বৈদেশিক নীতির লক্ষ্যের সঙ্গে ইউএসআইডির নীতি সঙ্গতিপূর্ণ নয়। একে অপচয়মূলক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। 

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকাতদের গুলিতে নিহত ১৬ পরবর্তী

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকাতদের গুলিতে নিহত ১৬

কমেন্ট