জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের রকেট হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে শনিবার লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা।
খবর বিবিসির।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।
এর জবাবেই তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে।
লেবাননে হিজবুল্লাহ ও ফিলিস্তিনপন্থী কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে। তবে যুদ্ধবিরতি ভেঙে শনিবারে ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
এর মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নিশ্চিহ্ন করতে অভিযান শুরু করে। সেই থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৯,৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কমেন্ট