বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা
ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যে বন্দর দিয়ে দেশটি কৃষ্ণ সাগরে প্রবেশ করে। এ ছাড়াও ক্রিভি রিহ শহরেও হামলা চালিয়েছে রাশিয়া। আজ বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো হয়েছে।
গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরে এবং একে অপরের জ্বালানি লক্ষ্যবস্তুরতে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে পৃথক চুক্তিতে পৌঁছেছে, তবে চুক্তিগুলো কখন এবং কীভাবে কার্যকর হবে তা স্পষ্ট নয়।
মাইকোলাইভের মেয়র বলেছেন, বুধবার ভোরে শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অঞ্চলটিতে সাতটি ড্রোন ধ্বংস করা হয়।
বিদ্যুৎ বিভ্রাট কি সতর্কতামূলক ছিল নাকি মাইকোলাইভের ওপর রাতে আক্রমণের ফলে হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
রাশিয়া কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রিভি রিহতেও আক্রমণ করেছে। সেখানে আগুন জ্বলছে এবং ভবনগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন।
ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট রাশিয়ার ছোড়া ১১৭টি ড্রোনের মধ্যে ৫৬টি গুলি করে ভূপাতিত করেছে।
সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘স্পষ্টতই, দখলদাররা এভাবেই শান্তি চায়।’
তিনি এটিকে শহরের ওপর সবচেয়ে বড় ড্রোন আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনও মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
রয়টার্স মাইকোলাইভ এবং ক্রিভি রিহ থেকে প্রাপ্ত প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ক্রিভি রিহ-এ হামলার আকার এবং সেখানে কী লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
কমেন্ট