ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা ‘একটি ভুল’ ছিল: ট্রাম্প

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা ‘একটি ভুল’ ছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা ‘একটি ভুল’ ছিল। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  খবর আনাদোলু এজেন্সির।

 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা ভয়ানক ছিল।  আমাকে বলা হয়েছে যে,তারা ভুল করেছে। কিন্তু আমি মনে করি এটি একটি ভয়ংকর।’

তিনি বলেন, ‘আমি মনে করি পুরো যুদ্ধটাই একটা ভয়ংকর ব্যাপার। যুদ্ধ শুরু করাটা ক্ষমতার অপব্যবহার। সে সময় আমি প্রেসিডেন্ট হলে কখনোই যুদ্ধ শুরু হতে দিতাম না। যুদ্ধটা লজ্জার।’

তবে ট্রাম্প এটি স্পষ্ট করেননি যে কে বা কারা তাকে বলেছেন, হামলাটি ‘ভুল ছিল’।সাংবাদিকরা এ মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা ভুল করেছে।’


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা একটি ভুল করেছে। আমি বিশ্বাস করি এটি ভুল ছিল। দেখুন, আপনি তাদের জিজ্ঞাসা করবেন। এটি বাইডেনের যুদ্ধ। এটি আমার যুদ্ধ নয়।আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করছি যাতে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’

এদিকে, ইউক্রেন বলছে, রুশ সীমান্ত থেকে ৩১ কিলোমিটার  দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা সেখানে ‘পাম সানডে’ উদ্‌যাপন করতে জড়ো হয়েছিল।

সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুটি পৃথক বিবৃতিতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বকে এ হামলার ব্যাপারে ‘চুপচাপ বা উদাসীন না থাকার’ আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই ধরনের হামলার নিন্দা ছাড়া আর কিছুই নয়।’

জেলেনস্কি রাশিয়াকে আরও চাপ দেওয়ার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন,‘দুর্ভাগ্যবশত,মস্কো নিশ্চিত যে তারা দায়মুক্তির সঙ্গে হত্যা চালিয়ে যেতে পারে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য পদক্ষেপ প্রয়োজন।’

রুশ কর্তৃপক্ষ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পাকিস্তানে ‘গাজা সংহতি মার্চ’, লাখো মানুষের ঢল পরবর্তী

পাকিস্তানে ‘গাজা সংহতি মার্চ’, লাখো মানুষের ঢল

কমেন্ট