ইরানের কন্টেইনার বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪,আহত হয়েছেন আরও ৭৫০ জন

ইরানের কন্টেইনার বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪,আহত হয়েছেন আরও ৭৫০ জন

ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দরে গতকাল শনিবারের অজানা উৎসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৭৫০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি রোববার (২৭ এপ্রিল) হালনাগাদ এ তথ্য জানিয়েছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘বন্দর আব্বাসের শহীদ রাজাঈ বন্দরে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এর আগে মৃতের সংখ্যা ছিল আটজন।’

ভয়াবহ এই বিস্ফোরণে আরও ৭৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এস্কান্দার মোমেনি। যদিও বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট নিরসনে সৌদি আরবের ‘চেষ্টা’ পরবর্তী

কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট নিরসনে সৌদি আরবের ‘চেষ্টা’

কমেন্ট